ওহাইও সংবাদ : কলম্বাসে দুমাসের ব্যবধানে আবারো কনস্যুলেট সেবা দিতে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এর একটি প্রতিনিধি দল গত ২৬শে আগষ্ট(শনিবার) বাকো অফিসে সকাল ১০টা হতে বিকাল ৪টা প্রযর্ন্ত কনস্যুলার সেবা প্রদান করে।
প্রথম সচিব মুহাম্মদ আবদুল হাই মিলটন এর নেতৃত্বে অফিস সহকারী শেখ রাশেদ আহমেদ ও সহকারী মো: ফকরুল ইসলাম সহ তিন কর্মকর্তা বৃহত্তর ওহাইও এর ডেটন, সিনসিনাটি, ক্লিভল্যান্ড, একরোন, কলম্বাস, ডাবলিন, পাওয়েল, হিলিয়াড, প্লেনসিটি, নিউ আলবেনি, লুইস সেন্টার, পিকারিনটন, ডেলোয়ার ও মিশিগান সহ বিভিন্ন সিটি থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী আমেরিকানদের সেবা প্রদান করে।
প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের সতস্ফুর্ত উপস্থিতিতে ওহাইও সংবাদ ও বাকো (BACO) এর পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এর কর্মকর্তাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান ওহাইও সংবাদের প্রকাশক তানিয়া সিদ্দীকা প্রিয়া।
সার্বিক পরিসেবা কার্যক্রম তত্বাবধানে ছিলেন ওহাইও সংবাদের সম্পাদক লিটন কবীর, বাকোর সাবেক সভাপতি রেজা হাসান, বাকোর সাবেক ট্রেজারার রাশিদ রেজা, বাকোর সাধারন সম্পাদক সরওয়ার খান, বাকোর সভাপতি আরাফাত ফয়সাল ও মীর প্রতীক।
প্রবাসী বাংলাদেশী আমেরিকানরা পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান ও পরিসেবা গ্রহন করে। ৬২ টি এনভিআর সেবা প্রদান সহ পাসপোর্ট ও অন্যান্য পরিসেবা সম্পর্কিত প্রশ্ন দূতাবাসের কর্মকর্তারা ধৈর্য্য সহকারে শুনেছেন ও পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য গত ১৮ই জুন(রবিবার) বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দল কলম্বাসের বাকো অফিসে দিনব্যাপী কনস্যুলার সেবা প্রদান করে ৬৮ টি এনভিআর, ২৬ টি এমআরপি নবায়ন, ১৭ টি ডুয়েল সিটিজেন এর সেবা প্রদান করে ছিলেন।
আপনার মতামত লিখুন :