যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের লাইসেন্স পেলেন বাংলাদেশি অ্যাটর্নি রাজু মাহাজান


ওহাইও সংবাদ প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ /
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের লাইসেন্স পেলেন বাংলাদেশি অ্যাটর্নি রাজু মাহাজান

ওহাইও সংবাদ : মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের লাইসেন্স পেলেন রাজু’ল-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মাহাজান।

এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচার বিভাগের সর্বোচ্চ আদালত। যুক্তরাষ্ট্রের সকল আদালতের সর্বশেষ আপিল অধিকার এই আদালতের ।

মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এখন থেকে অ্যাটর্নি হিসাবে মামলা পরিচালনা করতে পারবেন অ্যাটর্নি রাজু মাহাজান। সাতজন অ্যাটর্নি, এবং ১শ’রও বেশী ল’ক্লার্ক ও কেইস ম্যানেজার নিয়ে রাজু’ল, আমেরিকার অন্যতম বৃহৎ ইমিগ্রেশান ল’ফার্ম।

গুগল ক্লাউডসহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনলাইনে বিশ্বের যে কোন প্রান্তের মানুষজনকে বৈধভাবে আমেরিকায় আসা বিষয়ক ইমিগ্রেশন সেবা প্রদান করে থাকে। বর্তমানে ওয়াশিংটন ডিসি, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস ও ঢাকায় কার্যালয় রয়েছে রাজু’লর।