কোবকার আনন্দঘন বনভোজন


ওহাইও সংবাদ প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৩, ৯:০০ অপরাহ্ণ /
কোবকার আনন্দঘন বনভোজন

ওহাইও সংবাদ : ওহাইওতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন (COBCA) বার্ষিক বনভোজন। গত ২৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত এ বনভোজনে ওহাইওতে বসবাসরত প্রবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে দিনভর অ্যাম্বারলে প্যাভিলিয়ন পার্কের মাঠে নানান আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য আয়োজনে। বিপুল সংখ্যক প্রবাসীদের যোগদানে মিলন মেলায় পরিনত হয় এই বনভোজন। দীর্ঘদিন পর (COBCA) সদস্যরা একত্রিত হওয়ার সুযোগে মেতে ওঠেন নানান আলাপচারিতায়।


এদিন দুপুরে সম্প্রীতি ও সৌহার্দপুর্ণ পরিবেশে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন (COBCA) সভাপতি পথিকৃত মুখার্জি, সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা বনভোজনের উদ্বোধন ঘোষনা করেন।

বর্ণাঢ্য এই আয়োজনে ছিল আড্ডা, স্মৃতিচারণ, খেলাধুলা। খেলাধূলায় জন্য ছিল মিউজিক্যাল চেয়ার, ক্রিকেট, ফুটবল ও ছেলে-মেয়েদের জন্য ছিলো নানা রকমের খেলা পামকিন রেস, বিস্কুট রেস, ম্যাথ রেস, ওয়ার্ল্ড পাজেল। বনভোজনে আগত অতিথিদের পরিবেশন করা হয় সুস্বাদু খাবার। ডাল, ঝুড়ি আলুভাজা, কষা মাংস, ভাত, চেনার ডালমা, ডিম পোস্ত, মুড়ি-চানাচুর, মাশালা স্রাইট, তরমুস, পিজা, চিপস, কুকিজ, জুস ও আইস ক্রীম।


সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন (COBCA) সভাপতি পথিকৃত মুখার্জি উপস্থিত সকলকে বনভোজনে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারন সম্পাদক সৌরভ রায় চৌধুরী, কোষাধ্যক্ষ প্রবীর সরকার, সংস্কৃতিক সম্পাদক অরুপ আতর্থি, সদস্য চুমকী মুখার্জি ও অমর সরকার সহ কার্যকরী পরিষদের সকল সদস্যকে তাদের নিষ্ঠা, সততা আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বনভোজনকে সফল করে তোলার জন্য সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের ঐকান্তিক সহযোগিতায় সৌহার্দপূর্ণ পরিবেশের এ বনভোজন আয়োজন সম্ভব হয়েছে।