নবম সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৩, ১২:২০ পূর্বাহ্ণ /
নবম সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

অরুন্ধতী সরকার, ওহাইও সংবাদ : সম্প্রতি কলাম্বাসে স্পটলাইট কলাম্বাস, ওহাইও আর্টস কাউন্সিল, থিয়েটার রাউন্ডটেবল ও এপিক অ্যাক্টরসের সহযোগিতায় নবম সাউথ এশিয়ান থিয়েটার উৎসব ২০২৩ এর আয়োজন করে। গত ৮ই ও ৯ই জুলাই, দুদিনব্যাপী এই উৎসবের প্রধান কাণ্ডারি অরিসুরের আমন্ত্রণে কলাম্বাসের স্থানীয় নাট্য গোষ্ঠী গুলি একত্রিত হয়। এছাড়াও শিকাগো ও ওয়াশিংটন ডি সি থেকে তিনটি নাটক এখানে উপস্থাপিত হয়। ৮ তারিখ সদ্য প্রয়াত নাট্য পরিচালক তরুণ চ্যাটারজীর স্ত্রী পায়েল গুপ্ত চ্যাটার্জি কলাম্বাসের বাঙালি নাট্য প্রতিভাদের হাতে তরুণ চ্যাটার্জি এ্যাওয়ার্ড তুলে দেন।

স্পটলাইট কলাম্বাসের ৯ বছরের যাত্রা নিয়ে একটি ভিডিও দিয়ে ৮ই জুলাই এই উৎসবের সূচনা হয়। এরপর কলাম্বাসের অন্য থিয়েটার রহমান মেহবুবরের নাট্য নির্দেশনায় প্রস্তুত করে “বিয়ে”। নাটকটি মাহিন খানের “এক্স যখন শালী” গল্প দ্বারা অনুপ্রানিত একটি ব্যাঙ্গাত্মক কমেডি। অভিনয়ে ছিলেন সোউমি চ্যাটারজী, শারিক শাফি, রিমঝিম গাঙ্গুলি, সন্দীপ মজুমদার এবং মোশারত শামস। পরবর্তী নাটক “অ্যান্টিডোট” শিকাগো, ইলিনয় থেকে মান্ডি থিয়েটারের নিবেদন। নীরজ পুরোহিত এবং পুরুরাভ রচিত এক পারিবারিক গল্প অবলম্বনে এই হিন্দি নাটকটির নির্দেশনায় ছিলেন অলকা শর্মা। অভিনয়ে ছিলেন মানস পাণ্ডে, আশিস ভারদ্বাজ এবং অলকা শর্মা। এর পরেই পরিচালক অরিজিত সুরের স্পটলাইট কলাম্বাস ইংরেজ নাট্যকার J.B. Priestley i “An Inspector Calls” অবলম্বনে পরিবেশন করে “একটি রাতের গল্প”। অভিনয়ে ছিলেন দীপান্বিতা সেনগুপ্ত, রেহমান মেহবুবর, শ্রীরূপা ধর, দেবদীপ্ত গোস্বামী, সঞ্চারী বসু চৌধুরী, কৌস্তভ চট্টরাজ, আনন্দী বটব্যাল, স্বর্ণাপর্ণী বিশ্বাস এবং অরিজিত সুর। প্রথম দিনের শেষ নাটক The Kenyon College Dance, Drama and Cinema club এর ইংরাজি নাটক Battlefield। মূল গল্প মহাভারত Jean-Claude Carriere নাটক. পরিচালনায় Peter Brook এবং Marie-Helene Estienne. অভিনয়ে Tommy Sinclair, Osose Omofomah, Hank Thomas, Diya Chabria, এবং JonathanTazewell.

পরদিন অর্থাৎ ৯ই জুলাই আরও তিনটি নাটক মঞ্চস্থ হয়। শিকাগো, ইলিনয় থেকে শিকাগো নাট্যগোষ্ঠী প্রস্তুত করে “তৃতীয় নয়ন”। রচনায় দেবব্রত দাসগুপ্ত, পরিচালনায় দেব হাজরা, অভিনয়ে প্রদীপ্ত ভট্টাচার্য, প্রতীক চক্রবর্তী, সুস্মিত বসু, অভিজিৎ চৌধুরী, বিকাশ ঢালি এবং দেব হাজরা। নাটকটির মূল অনুপ্রেরণা A Dangerous Game by Friedrich Durrenmatt. দ্বিতীয় নাটক K S Productions এর “শেষকৃত্য”। মূল রচনায় শুভমানস ঘোষ। নাট্যরূপ ও পরিচালনায় কৌশিক মজুমদার। অভিনয়ে গৌতম দাসগুপ্ত, অনিন্দিতা মুখারজী, সুবর্ণা চৌধুরী, পায়েল মুখারজী আইচ, সায়ক চক্রবর্তী ও ব্রততী ভাদুড়ী। SATF এর এই দিনের শেষ নাটক Washington D.C. থেকে “Ebong Theatrix এর “বেপরোয়া”। পরিচালনায় দিব্যেন্দু পাল,মুল রচনায় উজ্জ্বল চট্টোপাধ্যায় (Based “on Blithe Spirit” by Noel Coward. অভিনয়ে অরিন্দম ঘোষ, সুবর্ণা চ্যাটারজী ঠাকুর, নন্দিনী সেন ও শম্পা বসু। সব শেষে প্যানেল ডিসকাশনের মাধ্যমে এই নাট্য উৎসবের সমাপ্তি ঘটে। দুই দিনই প্রচুর জনসমাগম হয়।