উৎসবমুখর ও জমজমাট আয়োজনে পিকনিক উদযাপন মুনার


ওহাইও সংবাদ প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৩, ৯:০০ অপরাহ্ণ /
উৎসবমুখর ও জমজমাট আয়োজনে পিকনিক উদযাপন মুনার

ওহাইও সংবাদ : : উৎসবমুখর ও জমজমাট আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) গত ১৩ আগষ্ট (রবিবার) হাইব্যাঙ্কস মেট্রো পার্কে অনুষ্ঠিত হয় বার্ষিক মুনা পিকনিক। সকাল ১১টায় পিকনিক উদ্বোধন ঘোষণা করেন মুনার সভাপতি ড. সাবের আহ্ম্মদ চৌধুরী ও স্বাগত বক্তব্য রাখেন খান সাহেব, তিনি পিকনিকে আগত সকলের উদ্দেশ্যে মুনার আদর্শ, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বর্ণনা করেন।

দিনভর হৈ-হুল্লর, খেলা-ধুলা আড্ডা ও বিনোদনের মধ্যদিয়ে কেটেছে দিনটি। পিকনিক কার্যত পরিণত হয় ওহাইওর বাংলাদেশী কমিউনিটির পরিবার পরিজন ও শুভানূধ্যায়ীদের মিলনমেলায়। ব্যাস্ততম জীবনের ফাঁকে একটু আনন্দ-বিনোদনের জন্য মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) উদ্যোগে পিকনিক অনুষ্ঠিত হয়। আলো-ঝলমলে দিনে প্রচন্ড গরম থাকলেও পার্কের ছায়াঘেরা নির্মল পরিবেশ পিকনিকের আনন্দে তেমন বিরুপ প্রভাব ফেলতে পারেনি। বড়দের পাশাপাশি ছোটরাও আনন্দ উল্লাসে মেতে উঠে হাইব্যাঙ্কস মেট্রো পার্কে।

মুনার সভাপতি ড. সাবের আহ্ম্মদ চৌধুরী, সাধারন সম্পাদক সামসুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মাদ জাহিদুল ইাসলাম, সদস্য মিলন রহমান, সাইফ খান, মোহাম্মাদ আশরাফুল ইসলাম, সাইফুর ইসলাম ও উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ জি ফারুকী ও আব্দুল খালেক এর পরিচালনায় অনুষ্ঠিত হয় মুনা পিকনিক। পিকনিকের কর্মকান্ডের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, ইসলামিক কুইজ, গণিত কুইজ, বালক বালিকাদের বয়স ভিত্তিক দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, বিন ব্যাগ টসিং, হারি ভাংগা ও ফুটবল খেলা। এছাড়া মধ্যাহ্ন ভোজের পর ইসলামিক সঙ্গীত পরিবেশনা করেন মিশিগান থেকে আগত রেনেসা শিল্পী গোষ্ঠী।

পিকনিকে ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল দিনটি। পিকনিকে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সুমন, মাষ্টার তোফাজ্জল আহম্মেদ, ওহাইও সংবাদের প্রকাশক তানিয়া সিদ্দীকা প্রিয়া, সম্পাদক লিটন কবীর ও নির্বাহী সম্পাদক সারওয়ার খান, বাকোর সভাপতি আরাফাত ফয়সাল, রিয়েল এস্টেট ব্যবসায়ী রুহুল আমিন, ব্যবসায়ী সাইদ মোনোয়ার, ওহাইও বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, সাহেদ জামান, তানজিম সামস্ শিবলী, ব্যবসায়ী আব্দুল্লাহ মামুন, ব্যবসায়ী মাসুম, আকতার হোসেন, মোহাম্মাদ বসির আহমেদ, তানভীর হোসেন, রেশাদ মিয়া মোহাম্মদ আরিয়ান আবেদিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।

পিকনিকে খাবারের আয়োজনে ছিল সকালের নাস্তা, মধ্যাহ্ন ভোজ, রাতের খাবার ও চা-চক্র। সর্বশেষে অনুষ্ঠিত হয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সুমন, মুনার সভাপতি ড. সাবের আহ্ম্মদ চৌধুরী ও উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ জি ফারুকী।

এছা—া সার্বিক সহযোগিতায় ছিলেন আহসান উদ্দিন আহম্মেদ, মেহেদী হাছান সবুজ, রাকিবুল ইসলাম সজীব, আজিজুর রহমান, ইমরান আহমেদ বাবু, সাদিকা আবেদিন, মুনিয়া, লুনা, আঁখি, ফারজানা, শিরিন আক্তার, সাজেদা বেগম।

দিনব্যাপি আনন্দ-উল্লাস শেষ করে শুরু হয় বাড়ী ফেরার পালা। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ওহাইও শাখার সভাপতি ড. সাবের আহ্ম্মদ চৌধুরী আগত সবাইকে ধন্যবাদ জানান। আগামীতে আবার একত্রিত হবার ইচ্ছা প্রকাশ করে দিনব্যাপী পিকনিকের সমাপ্তি ঘোষণা করেন।