বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন


ওহাইও সংবাদ প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ /
বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

এথিনা সাহা, ক্যাম্পাস প্রতিনিধি, ওহাইও সংবাদ: বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন(বিএসএ) গত ৪০ বছর ধরে পরিচালিত হয়ে আসছে ওহাইও ষ্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এ বছর বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন(বিএসএ) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি এথিনা সাহা, সহ-সভাপতি মাহিন জামান, সম্পাদক মলি ইসলাম, কোষাধ্যক্ষ আয়মান মাহবুব, ইভেন্ট কো-অর্ডিনেটর নাহীন রহমান ও প্রীতি দাস, সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর রিদা রেজওয়ানা।

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন(বিএসএ) ওহাইও স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্র সংগঠন যেখানে শিক্ষার্থীরা বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্য চর্চা করে থাকে। সংগঠনটি ওহাইও স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশর সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

এ বছর নতুন কমিটি অনেক গুলি দুর্দান্ত ইভেন্ট পরিকল্পনা করেছে। এই সংগঠনের উদ্দেশ্য হল বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য ওএসইউ এবং কলম্বাসের নতুন ছাত্রদের কাছে তুলে ধরা। সংগঠন লক্ষ্য হল আমরা যেখান থেকে এসেছি তার শিকড় ধরে রাখা।