ওহাইও সংবাদ : বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান বিশিষ্ট চিত্র শিল্পী দিনা জামান এর উদ্যোগে, অ্যাসোসিয়েশন অব সেট্রাল ওহাইও(বাকো) আয়োজনে ক্যানভাস পেন্টিং শিরনামে এক আর্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গত ২২ শে জুলাই কলম্বাসে বাকো এর হেন্ডারসন রোড অফিস কনফারেন্স রুমে বিকাল ৪টা থেকে ৮টা প্রযর্ন্ত আর্ট ওয়ার্কশপে অংশ গ্রহন করে ওহাইও এর শিশু কিশোর।
আর্ট ওয়ার্কশপে অংশ গ্রহন করে জিসেল জামান, রেহান খান্না, রাফি খান্না, মেহেরুন জামান, মেহনাজ রহমান, নাহীন রহমান, হানিয়া আনাম, মানহা সামস্, আনুসা ফারিন, রাবি ও সাকিব রহমান। চার ঘন্টা ব্যাপি আর্ট ওয়ার্কশপ পরিচালনা করেন বিশিষ্ট চিত্র শিল্পী দিনা জামান।
তিনি ছবি আঁকার বিভিন্ন কৌশাল ও রং এর সংমিশ্রন সম্পর্কে ধারনা দেন এবং প্রত্যেকে তাদের মনের প্রতিফলিত ছবি আঁকতে বলে। এ সময় কেউ আঁকল প্রজাপতি, কেউ ফুল, কেউ পাখি, কেউ নদীর উপর নৌকা, কেউ পুকুর পাড়ে গাছের ছবি, কেউ পুতুল, কেউ মিনার, কেউবা কাটুন।
আর্ট ওয়ার্কশপ চলাকালীন সময় বিশিষ্ট চিত্র শিল্পী দিনা জামান এর সাথে কথা হয় ওহাইও সংবাদের সম্পাদক লিটন কবীর এর এ সময় তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য চিত্রাঙ্কন কতটা গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। এছাড়া এ দেশে জন্ম ও বেড় হয়ে উঠা শিশু কিশোরদের বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচিতি করার জন্য এ ধরনের আর্ট ওয়ার্কশপ করে যাবেন বলে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেন। আর্ট ওয়ার্কশপ শেষে শিশু কিশোরদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন বিশিষ্ট চিত্র শিল্পী দিনা জামান।
এ সময় উপস্থিত ছিলেন বাকোর সভাপতি আরাফাত ফয়সাল, বাকোর সাংস্কৃতিক সম্পাদক ও ওহাইও সংবাদ প্রকাশক তানিয়া সিদ্দীক প্রিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সুমন, সাহেদ জামান, রফিক জামান ও ওহাইও সংবাদের সম্পাদক লিটন কবীর। বিশিষ্ট চিত্র শিল্পী দিনা জামান ভবিষ্যতে শিশু কিশোর নিয়ে কাজ করার ইচ্ছা পোষন করেন এবং ধন্যবাদ জানান বাকোকে এমন একটি সুন্দর আয়োজনের জন্য।
আপনার মতামত লিখুন :